গুচ্ছ মেঘে সজ্জিত গগন,
গোধুলী আমার ফিরতি পথে;
কোকিলের ডানা মাখছে আলো,
গুচ্ছ মেঘের সাথে।
বিষাদী আমি চেয়ে রই পথে,
একরাশ আশার চোখে;
এই বুঝি এলো উড়োচিঠি,
ঝুলে বেনে বউয়ের পাখে।
ইচ্ছে রঙিন খুবই,
তবে আকাশ হচ্ছে কালো;
ঠিকানা হারিয়ে হাসি আমার,
কোথায় উড়ছে বলো।
চৈত্র লেগেছে পুবের হাওয়ায়,
উষ্ণ বায়ুর স্পর্শে ক্লান্ত খুব;
ইচ্ছে অনেক পথ হারাবার,
ধান ক্ষেতে চাইছি দিতে ডুব।
কাকতাড়ুয়া বেশে যেন,
হবো মূর্তি প্রতিক্ষার;
বহু প্রহর গড়াবে তবু,
দেব না অভিমানী ধিক্কার।
হারিয়ে সরণী ফিরবো নীড়ে,
দেখব ফের গোধুলী;
ইচ্ছে ঘুরে হাতে এবার,
নেব রঙ-তুলির ঝুলি।
ক্যানভাসে গগন থাকবে,মেঘ থাকবে,
থাকবে পলাশ গাছ;
গোধুলীস্নাত কোকিল থাকবে,
থাকবে ছাগল ছানার নাচ।
গোধুলী এঁকেই সব গুটিয়ে নেব,
মেলবো বাড়ির পথে ডানা;
ফিরতি পথে হাতড়ে নেব,
মলিন চিঠির বাক্সখানা।
উড়োচিঠিও হারিয়েছে পথ,
উড়ছে অজানা উচ্চে;
সেও বোধহয় গোধুলী প্রেমী,
গায়ে দিনশেষের আলো মাখছে।