ছুঁয়েছি তোমায় অবাক মুগ্ধতায়,ছুঁয়েছি তোমায় তোমার ঠোঁটের ডগায়;কেঁপেছি তীব্র মমতায়,অগভীর ভালবাসায়।
তোমার মুখরসে ভেসেছে বিদ্যমান স্নেহহীনতার দীনতা,
অভিনব শ্রান্তির জোয়ার লেগেছে চোখে।
তোমার বক্ষ-বাঁধন কখনো আলগা করেনি আমায়,কখনো দূরত্ব চেনায় নি আমায়,কখনো তোমার শূন্যতা দেখায় নি আমায়।
চৌম্বকত্বহীন চৌম্বক যেন তোমাতে বিদ্যমান,
এ জগতে সবচেয়ে শক্তিশালী চৌম্বক ভালবাসা,এক বিন্দুও আলাদা হওয়ার সাধ্য কারো হয় না।
তুমি যেন চৌম্বকেরই এক প্রান্ত,আমি অন্য;
এ আকর্ষণ অনন্য।
আকর্ষিক তুমি,আকর্ষিত করে টেনে নাও তোমার বক্ষে প্রতিবার;আমি সম্পূর্ণ হয়ে যাই বারংবার।