আমাদের দিনগুলি মনে পড়ে খুব ঝড়ের দুপুরের,তারার রাতের।
কোমল ঘাসে শুয়ে সেই আকাশে আঁকিবুঁকি খেলা,বৃষ্টির দলে নাম লিখিয়ে নদীর বুকে ঝরে পড়া।
কদমের ঘ্রাণে মাতাল হয়ে তোমার কোলে ঢলে পড়া,তোমার কোলে ঢলে পড়ে তোমার ঘ্রাণে নেশাচ্ছন্ন হওয়া।
মনে পড়ে রাতগুলিতে জ্যোৎস্না দিয়ে সাজানো তোমার মুখ,মনে পড়ে তোমায়।খুব করে মনে পড়ে তোমায়।
তোমার আজ স্বামী-সংসার,ছেলেমেয়ে,নাতিনাতনি নিয়ে আপনলোকের বিশাল পৃথিবী।
আমার আপন বলতে তোমার স্মৃতি আর এই আকাশ।
তোমার স্মৃতির আদর নিয়ে এই আকাশ দেখতে দেখতে হলাম আমি বৃদ্ধ,
আর তুমি সুখী সমৃদ্ধ।