তুমি কী জানো না কতটা বিণ আমি,
তোমার একটি ডাকে চলে যেতে পারি অতিদূর,
মানবো না প্লাবন,সয়ে নেব বর্ষণ;
দেহে যে কেবলই তোমারে পাওয়ার অনশন।
একবার ডাক দিয়ে দেখো,
আমি সকল বাঁধনের বাঁধ ভেঙে চুরমার করে পৌঁছুবো তোমার ডোরে,
তোমার গন্ধের আবেশে আচ্ছাদিত করে নেবো নিজেকে।
ছুঁয়ে দেখবো না আর কোনো দূরত্ব দিন,
তোমার আকাশে ভাসবো আমরণ আমি মেঘ রঙিন।
একটিবার ডাক দিলে আমি দুপায়ে মাড়াবো তোমায় ঘেরা সকল প্রাচীর,
ছুঁয়ে দেখবো না কোনো হারানো কল্পনা।
আমরণ তোমার চোখের সেই হাস্যোজ্জ্বল চাওনি হবো,
যে চাওনি সাধারণত কোথাও হারায় না।
তোমার ডাক উপেক্ষা করা আমার পক্ষে দূর্বিষহ,
তোমার ডাকের সুরে ভাসবো বলে ভেলা আমার তোমার মোহ;
এই মোহ আমায় ছাড়লো না,
তোমায় ভুলতে দিলো না,
তোমার ভাবনাহীন দিনটি আর দেখাই হলো না।
তুমি একটিবার ডাক দিলে আমি ঝরা পাতা হয়ে উড়বো,শিশিরবিন্দুতে সূর্যের আলোর প্রতিফলনের গতিতে পৌঁছাবো তোমারে বাহুতে।
তোমার বাহুকে আমি আমার শরীরে অবিনশ্বর শিকলের রূপ দেব,
আমি তোমাতে আমরণ কারাবাস নেব,তোমার ডাকে,
কেবল তোমার একটি ডাকে।