রিমঝিম শব্দে বর্ষা এলো ঐ
আকাশের তারাগুলো হারিয়ে গেলো কৈ?
সারাদিন বর্ষা মেঘ ঢাকা আকাশে,
খালবিল ভরে গেলো বন্যার পানিতে।
সাদাকালো মেঘের ভেলা,
ছুটে চলে সারাদিন ভর।
এমনই আভাসে ছুটে চলে,
অতিথি পাখিগুলো কোন অজানাতে।
বালিহাঁস উড়ে যায় কোন সে ঠিকানায়?
ফিরে তো আসেনা নীড়ে।
বন্যার জ্বলে ছুটে চলে একতালে,
সারিবদ্ধে কোন সে মোহনায়।