বাজাও দামামা
✍️ মো. গোলাম মাকসুদ হেলালী
সহকারি শিক্ষক,
বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কালাই,জয়পুরহাট।

বাজাও দামামা উঠুক উর্ধ্বে
জোয়ার এসেছে জয়গানে,
আবাল বৃদ্ধ জেগেছে স্বহাস্যে
বুঝেছে স্বাধীনতার মানে।

ডেকেছি নিরবে শুনেছে স্রষ্ঠা
রক্ষা করেছে জাতি ও দেশ
বাজাও দামামা উঠুক উর্ধ্বে
নির্মূল হলো জ্বরা ও ক্লেশ।

দয়া বর্ষনে খোদার দূয়ারে
সিজদাহ করি সর্বশেষ
কানে ভেসে এলো
স্বাধীন হলো অগ্নিগর্ভ বাংলাদেশ !

বাজাও দামামা উঠুক উর্ধ্বে
আনন্দ যে ধরে না,
প্রমান করেছে বাঙালি জাতি
বীরেরা কখনো মরে না !