স্বাধীনতা মানে পড়েছি আমি,মুক্ত জীবন গাঁথা
কাঁদিতেছে শিশু পিতাকে ছাড়িয়া
সুখে নেই যেন কথা,
এই কি স্বাধীনতা?  
চলিতেছে কেন গাড়ি ঘোড়া শত,পুড়ছে মানুষ আর পশু যত
গন্ধে বাতাস ভাড়ী কেন আজ
মা'র বুকে কেন ব্যাথা?
এই কি স্বাধীনতা?
যার লাগি গেল ৩০ লক্ষ শহীদদের তাজা প্রাণ
মা-ভগ্নির আত্মদানের স্মৃতি মাখা কত কথা,
এই কি স্বাধীনতা?
শিশুরা আজিকে বঞ্চিত কেন পড়ালেখা হতে দূরে
আজও কেন দেখি পরণে তাদের ছিন্ন আস্তাকুঁড়ে!
কেউ বলেনা সে কথা,
এই কি স্বাধীনতা?
সব ব্যাথা ভুলে বাংলার ছেলে,উড়াবে পৃথিবী জুড়ে
জানাবে সবারে আমারও পারি,
ছড়িয়ে দেবে সে কথা
এই কি স্বাধীনতা?