চৌদিকে ছড়িয়ে পড়েছে,
হতেই হবে স্বাধীন।
আর কতকাল থাকবো মোরা,
তাদের তরে পরাধীন।
মোরা আনবো বিজয়ের বারতা,
ফুটাবো হাসি দেখবে জগৎবাসি।
মোরা গড়বো আলোকিত বাংলাদেশ,
দীপ্ত শপথ করেছি সর্বাগ্রে।
পরাধীনতার শৃঙ্খলের বন্দিশালায়,
রবেনা কেহ আর কখনো।
মুক্ত স্বাধীন করেছি দেশ,
জীবন দিয়ে রাখবো পাহারায়।
শতশত প্রাণের বিনিময়ে,
মুক্ত করেছি স্বদেশ।
হাতে হাত,কাঁধে কাঁধ মিলিয়ে
গড়বো সোনার বাংলাদেশ।