মুছে যাই ধীরে ধীরে- ধুলো হয়ে যাই, সময় থামেনা কখনও, দুঃখ অবিনশ্বর-বিরামহীন-নিষ্ঠুর-নির্মম; আজ হয়তো আছি নিথর দেহ হয়ে- কবে যে দেহ হারিয়েছে প্রাণ কে জানে!? আত্মা আছে প্রাণ নেই- আত্মারও প্রাণ থাকতে হয়, দেনা জমে বহু বহু কাল ধরে, যেতে হবে সব শোধ করে, কবি তো বলেন মৃত্যু নাকি শোধ করে দেয় সব দেনা!? তাই কি জীবন সবটুকু নিয়ে দুঃখ দিয়েই বোনা!?