জীবনে কখনো যদি ভয় পাও,
ভয়ের চোখে চোখ রেখে দাঁড়াও।
যদি বিমান চড়তে ভয় পাও,
তাহলে জানালা দিয়ে বাইরে তাকাও।
যদি সমুদ্র দেখে ভয় পাও,
ঢেউয়ের বিরুদ্ধে তোমার নৌকা চালাও।
যদি মরুভূমি দেখে ভয় পাও,
কিছুদিন উটের সঙ্গে সময় কাটাও।
যদি মেঘ দেখে ভয় পাও,
বকের ঝাঁক দেখে সাহস জোগাও।
যদি অন্ধকার দেখে ভয় পাও,
দুঃসাহসের দেশলাই দিয়ে মশাল জ্বালাও।
যদি সমস্যা দেখে ভয় পাও,
সমাধান বের করতে প্রয়াসী হও।
যদি প্রেতাত্মা দেখে ভয় পাও,
জয় শ্রীরাম বলে ধ্বনি দাও।
যদি অকাল মৃত্যুকে ভয় পাও,
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যাও।