তুমি ছাড়া সম্পূর্ণ আমার ক্যানভাসের চিত্র,
যতক্ষণ না তোমায় দেখি উষ্ণতা মিত্র।
তোমার বাড়ি কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে,
তুমি দুর্গোৎসবে মেতে উঠো সারারাত ধরে।
কখনো তোমায় দেখা যায় পার্ক স্ট্রিটে,
বড়দিনের আনন্দে ঘুরে বেড়াও উন্মুক্ত পিঠে।
মাটির ভেতর থেকে নির্গত উষ্ণ প্রস্রবণ,
বারবার করায় আমায় তোমার কথা স্মরণ।
দেখলে তোমার সাদা অন্তর্বাসের ফুলের নকশা,
ভেঙে যায় আমার ইন্দ্রিয় সংযমের তপস্যা।
চারিদিকে যখন পৌষ মাসের শীতের শিহরণ,
তখন আগুন লাগায় তোমার উত্তপ্ত যৌবন।
তুমি পারদরূপে উঠা নামা করো থার্মোমিটারে,
আমি তোমায় অনুভব করি রুম হিটারে।
চুমুক দিয়ে তোমার গরম চায়ের কাপ,
আমি দূর করি আমার ক্লান্তির ছাপ।
পরিধান করলে তোমার কাশ্মীরি শাল চাদর,
তুমি আমায় জড়িয়ে ধরে করো আদর।
ঘুমানোর সময় গায়ে দিলে তোমার লেপ,
কনকনে ঠান্ডাকে আমি করি না ভ্রুক্ষেপ।