হে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তান,
এই পৃথিবী তোর,তোর এই আসমান।
জানি বিধাতা তোকে দেয়নি কোন ডানা,
তাই বলে কি তোর উড়তে মানা?      
যদিও তুই এক স্থলচর দ্বিপদ প্রাণী,    
তোর মনের জোর জোগায় উড়ানের জ্বালানি।    
পাখির সঙ্গে করতে গিয়ে অসম প্রতিযোগিতা,
তুই ছেড়েছিস নিদ্রা,তৃষ্ণা আর ক্ষুধা।  
বহু চেষ্টা করে আবিষ্কার করেছিস আকাশযান,      
যার নাম রেখেছিস উড়োজাহাজ বা বিমান।      
তুই সভ্যতার পতাকাধারী এক বিশ্বস্ত সৈনিক;
তুই কখনো বিমানসেবিকা তো কখনো বৈমানিক।    
কাজে লাগিয়ে তোর এই শখের উড্ডয়ন,
সারা বিশ্বে শিল্পে পরিণত হয়েছে পর্যটন।      
তারপরে একদিন তুই দিলি মহাকাশে পাড়ি,
তোর নতুন নামকরণ করা হলো মহাকাশচারী।