মানুষকে ভালবাসলে সে একদিন দেবে বাঁশ,
কিন্তু বিছানাকে ভালবাসলে করবে না হতাশ।
বিছানাকে মনে মনে ভাবলে নিজের আপন,
তার কোলে করা যায় নিশ্চিন্তে নিশিযাপন।
বুকের নীচে বালিশ জড়িয়ে ধরে শুলে,
মনের ব্যথা বেদনা থাকা যায় ভুলে।
কোন শত্রুকে আলিঙ্গন করে শোয়ার চেয়ে,
একা শোয়া অনেক ভালো উপুড় হয়ে।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় সুখ,
যা দূর করে দেয় সব দুখ।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় শান্তি,
যা দূর করে দেয় সারাদিনের ক্লান্তি।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় আরাম,
যা শুষে নেয় শরীরের সব ঘাম।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় পূর্ণতা,
যা দূর করে দেয় হৃদয়ের শূন্যতা।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় অবলম্বন,
যা নিমেষেই করে সব বিরহ দমন।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় সান্ত্বনা,
যা দূর করে দেয় সব যন্ত্রণা।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় বল,
যা মুছে দেয় চোখের সব জল।
উপুড় হয়ে শুলে পাওয়া যায় অভয়,
যা জীবন যুদ্ধে এনে দেয় জয়।