বাড়িঘর,দোকানপাট,হোটেল কিংবা ক্লাব;
আলোকিত করি-আমি টুনি বাল্ব।
বিনিময়ে সবার মুখে গালি খাই-
আমি নাকি বিদ্যুৎ বেশি খাই।
আমি সমস্ত মান অভিমান ভুলে,
চুপ করে থাকি দিনরাত ঝুলে।
আমি চীনে তৈরি গ্যারান্টিহীন মাল,
সাদা,সবুজ,নীল অথবা লাল।
সারাবছর আমার নেই কোন আদর,
দুর্গাপূজা এলেই আমার বাড়ে কদর।
আমি সব লাইটের চেয়ে সস্তা,
তাই আমার হয়েছে এই দুরবস্থা।
সব লাইটের কপালে জোটে বিশ্রাম,
অথচ আমাকে জ্বলতে হয় অবিরাম।
যখন উৎসবের মরশুম যায় ফুরিয়ে,
সবাই আমাকে রেখে দেয় প্যাঁচিয়ে।
আগামীবার যখন আবার আমায় খুলবে,
আমার অর্ধেক বাল্বই শুধুমাত্র জ্বলবে।
আমি দূর করি দীপাবলীর অন্ধকার,
তবুও হই সবার অবহেলার শিকার।