তুমি সুন্দর যদি ওগো হও,
তবে কেন দূরে সরে রও?
তুমি রূপ আর সৌন্দর্যের প্রতীক,
তোমাকে দেখে কিভাবে থাকি ঠিক?
তোমার ওই আলুলিয়ত কালো চুল,
যেন করে দেয় হিসেব ভুল।
তোমার ওই মায়াবী চোখের চাওয়া,
যেন সম্মোহনের জাদুতে হারিয়ে যাওয়া।
তোমার ওই স্ট্রবেরির মতো ঠোঁট,
যেন দিতে প্রস্তুত চুম্বনের চোট।
তোমার ওই বিকশিত গজদন্তের হাসি,
যেন মুক্তার মালার মুক্তা রাশি।
তোমার বুকের ওই বিশাল আকার,
যেন বাঁধ ভাঙা যৌবনের জোয়ার।
তোমার ওই শাড়িতে লুকানো নাভি,
যেন মেনে নেয় সকল দাবি।
তোমার ওই পেশীবহুল মাংসল পিঠ,
যেন পাকা বাড়ির দেওয়ালের ইট।
তোমার ওই বাঁকা গভীর কোমর,
যেন নাবিক করেছে জাহাজ নোঙর।
তোমার ঐ আলতা পরা পা,
যেন প্রেমিকের বুকে দেয় ঘাঁ।
তোমার শরীরের ওই ফর্সা স্কিন,
যেন ইউক্যালিপটাস গাছের মতো মসৃণ।
তোমার মুখের ভাব আর ভঙ্গিমা,
যেন প্রাণ প্রতিষ্ঠিত কোন প্রতিমা।
তুমি কামনা আর বাসনার যুগলবন্দী,
যেন এঁটেছো ফাঁদে ফেলার ফন্দি।
পান করে তোমার রসের রসায়ন,
করতে চাই তোমার পাশে শয়ন।