ভাতঘুমে অনুভব করলাম শীতল ছোবল,
ভাবলাম তোমার ভেজা শাড়ির আঁচল।
তাকিয়ে দেখি পড়ছে কুলারের জল,
তুমি কি আমার কল্পনাই কেবল?!
সাবান মেখে করতে গিয়ে গোসল,
ভাবলাম তুমি চাপবে টিউবয়েলের হাতল।
মনে পড়লো তুমি ভীষণ দুর্বল,
তুমি কি আমার কল্পনাই কেবল?!
বাড়ি ফিরে শরীরে ক্লান্তির ধকল,
ভাবলাম তুমি কেটে দেবে ফল।
বের করলাম ফ্রিজের জুসের বোতল,
তুমি কি আমার কল্পনাই কেবল?!
শ্রাবণের আকাশে ঘনিয়ে এসেছে বাদল,
ভাবলাম তুমি এবার বাজাবে মাদল।
কিছুক্ষণ পরেই করছে রোদে ঝলমল,
তুমি কি আমার কল্পনাই কেবল?!
হঠাৎ শুনলাম হৈচৈ আর কোলাহল,
ভাবলাম তুমি আমায় ডাকছো অনর্গল।
আসলে ভারবাহী ভোলেবাবার ভক্তের দল,
তুমি কি আমার কল্পনাই কেবল?!