তুমি যদি সুন্দরী হও,
আমার আপত্তি শুধু একটাই-
তুমি আমার কেন নও?
তুমি যদি কেশবতী হও,
আমার প্রশ্ন শুধু একটাই-
তোমার চুল কেন লুকাও?
তুমি যদি লক্ষ্মী হও,
আমার জিজ্ঞাসা শুধু একটাই-
আমার গৃহলক্ষ্মী কেন নও?
তুমি যদি আশাপূর্ণা হও,
আমার হতাশা শুধু একটাই-
মিথ্যা প্রতিশ্রুতি কেন দাও?
তুমি যদি হাস্যময়ী হও,
আমার দুঃখ শুধু একটাই-
সবসময় আমায় কেন কাঁদাও?
তুমি যদি ছলনাময়ী হও,
আমার রাগ শুধু একটাই-
ফাঁকি দিয়ে কেন পালাও?
তুমি যদি স্বপ্নচারিনী হও,
আমার অভিমান শুধু একটাই-
অলীক স্বপ্ন কেন দেখাও?
তুমি যদি মৃগনয়নী হও,
আমার অভিযোগ শুধু একটাই-
নয়নের বাণ কেন চালাও?
তুমি যদি নদী হও,
আমার ক্ষোভ শুধু একটাই-
আমার নৌকা কেন ডুবাও?
তুমি যদি কল্পনা হও,
আমার বক্তব্য শুধু একটাই-
বাস্তবে কেন দেখা দাও?
তুমি যদি কবিতা হও,
আমার ব্যথা শুধু একটাই-
আমায় গল্প কেন শোনাও?
তুমি যদি কল্পতরু হও,
আমার অভাব শুধু একটাই-
এতো কার্পণ্য কেন দেখাও?
তুমি যদি হৈমন্তী হও,
আমার যন্ত্রণা শুধু একটাই-
নবান্নের আঘ্রাণ কেন নও?
তুমি যদি দীপাবলি হও,
আমার বিরহ শুধু একটাই-
চারিদিকে আঁধার কেন ছড়াও?