নারীর প্রতি আমার দুর্বলতা ছিল বেশী,
কিন্তু তার ব্যবহারে আমি হয়েছি নারীবিদ্বেষী।
জানি না কোনটা হারাম,কোনটা হালাল;
শুধু ভালোবাসি তোমার ঐ নরম গাল।
তুমি যদি হতে আমার চায়ের পেয়ালা,
তোমায় চুমু খেতাম আমি সকাল সন্ধ্যাবেলা।
তুমি যদি হতে আমার আবৃত্তির সুর,
দু'জনের মাঝের দূরত্ব আমি করতাম দূর।
তুমি যদি হতে আমার কবিতার লাইন,
তোমার জন্য আমি অমান্য করতাম আইন।
তোমার আমার অবৈধ সম্পর্ক করতে অনুমোদন,
প্রয়োজনে আমি করতাম দেশের সংবিধান সংশোধন।
তুমি যদি হতে আমার জীবনের ভাগ্যলিপি,
আনন্দে খুলতাম আমি শ্যাম্পেনের বোতলের ছিপি।
তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে দামী,
তোমাকে কাছে পেতে আমি হতাম বহুগামী।
যেদিন আসতো বহু প্রতীক্ষিত বাসর রাত,
আমি শুনতাম না তোমার কোন অজুহাত।
তুমি যদি হতে আমার অকুল দরিয়া,
তবে তোমার সঙ্গে আমি করতাম পরকীয়া।
তুমি যদি হতে আমার প্রেমের গান,
তোমার কোলে খেলা করতো আমার সন্তান।