তুমি হয়তো মানুষ নও,হয়তো অপ্সরা;
তাই তোমার প্রেমের জালে পড়েছি ধরা।
তুমি রূপের টোপ দিয়ে শিকার ধর,
স্বর্গে তোমার স্থান,মর্ত্যে কি কর?!
তোমাকে এক ঝলক দেখলে মনে হয়-  
এত সুন্দরী হওয়া তো সৌন্দর্যের অপচয়।
তোমার ঐ উপচে পড়া যৌবনের লাবণ্য,
যার সামনে সব ষোড়শী কন্যাও নগণ্য।
যদি তোমার সৌন্দর্য বিলিয়ে দিতে কিঞ্চিৎ,
কেউ কখনও কোথাও থাকতো না কুৎসিত।
দেশে যদি থাকতো কোন সৌন্দর্য মন্ত্রণালয়,
তাহলে তুমি তার মন্ত্রী হতে নিশ্চয়।  
ঈশ্বরের নামে করে তোমার শপথবাক্য পাঠ,
তুমি চারিদিকে বসিয়ে দিতে চাঁদের হাট।
নিজের রূপচর্চার নিচে খরচ করে টাকা,
তুমি সরকারী কোষাগার করে দিতে ফাঁকা।  
সুন্দরীদের খুঁজতে তুমি গঠন করতে কমিটি,  
তারপর তাদের উপর আরোপ করতে জিএসটি।
ট্যাক্স না দিলে তাদের জেলখানায় ভরে,
তাদের সব সৌন্দর্য তুমি নিতে কেড়ে।