যদি আগে প্রেমের মিথ্যা অভিনয় করো,
পরে তোমার আসল রূপ তুলে ধরো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি বিবাহের আগে একরকম কথা বলো,
কিন্তু বিবাহের পরে অন্যরকম ভাবে চলো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি স্বামীকে মর্যাদা দিতে না পারো,
সারাক্ষণ শুধুই ভাই ভাই করে মরো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি ভ্রাতৃবধূর সঙ্গে অশুভ আঁতাত গড়ো,
তার প্ররোচনায় অশান্তির পরিবেশ সৃষ্টি করো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি দেবর ননদকে দেখতে না পারো,
সব জা দের সঙ্গে ঝগড়া করো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি সবাইকে নিয়ে চলতে না পারো,
একান্নবর্তী পরিবারে ভাতের হাঁড়ি আলাদা করো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি শ্বশুর-শাশুড়িকে আপন ভাবতে না পারো,
মা-বাবাই হয় তোমার কাছে সবচেয়ে বড়;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি শ্বশুরবাড়িতে লুকিয়ে লুকিয়ে গুপ্তচরবৃত্তি করো,
সব খবর বাপের বাড়িতে পাচার করো;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি পরীক্ষায় ১০০তে ৯৮ না পাও,
কথায় কথায় ৪৯৮ এর ভয় দেখাও;
দয়া করে তুমি বিবাহ করো না।
যদি ঘর সংসার করতে না পারো,
বিবাহবিচ্ছেদের পরে খোরপোষ চেয়ে ভিক্ষা করো;
দয়া করে তুমি বিবাহ করো না।