প্রকৃতির ঘরানায় ঋতুরাজ বসন্ত দিয়েছে দস্তক,
প্রেমের ঝরনায় তাই আমি সিক্ত আপাদমস্তক।
শীতের জড়তায় দেহমনে ধরেছিল বার্ধক্যের জং,
যৌবনের বাতাসে আজ আমি যেন সুতাকাটা পতং।
দিকে দিকে মাতাল কোকিলের মুহুর্মুহু কুহুধ্বনি,
মুখরিত করে তুলে সকল নির্জন-নিস্তব্ধ সরণি।
মনের আকাশে ভেসে বেড়ানো কল্পনার মেঘপুঞ্জ,
যেন সাজিয়ে তুলে তোমার আমার বিবাহের কুঞ্জ।
তুমি আমার আঁধার চোখে যেন বর্ণালীর বিচ্ছুরণ,
এই অতৃপ্ত জীবনে এসে কর সকল শূণ্যতা পূরণ।
তোমার সান্নিধ্যে নিরীহ সকাল,দামাল দ্বিপ্রহর;
এসো যাই ভালোবাসার বধ্যভূমি রোম নগর।
গোধূলিতে নিজেদের ছায়ার সঙ্গে চলোনা হাঁটি,
বালুরাশি দিয়ে উভয়ে মিলে গড়বো বসতবাটি।
দূরে শোনা যায় স্যাক্সোফোনের রোম্যান্টিক সুর,
তোমার রূপের আবেশে হয়েছি গভীর নেশায় চুর।
ফুলের দোকানে আজ লাল গোলাপের ছড়াছড়ি,
যে কথা মনে রেখেছি গোপনে,বলবো সরাসরি-
"আমি তোমার গল্প,তুমি আমার কবিতার লাইন;
আমি তোমার এঞ্জেল,তুমি আমার ভ্যালেন্টাইন"।