এখনো শিউলি ফুল ফুটতে অনেক দেরী,
কালো মেঘেরা দল বেঁধে করে প্রভাতফেরী।
রাতের আঁধারে ঝোপঝাড়ে জোনাকি জ্বলেনা,
তুই কবে আসবি মা?
এখনো শিশিরবিন্দু পড়েনি ভোরের সবুজ ঘাসে,
কৃষককূল নেমে পড়েছে বর্ষার বোরো ধান চাষে।
পুকুরের ঘোলা জলে আকাশের ছবি ভাসেনা,
তুই কবে আসবি মা?
এখনো ভেজা স্যাঁতসেঁতে উঠানের মাটি,
ঢাকে পড়েনি ঢাকীর নিপুণ হাতের কাঠি।
কালচক্রের মন্থর গতি কিছুতেই বাড়েনা,
তুই কবে আসবি মা?
এখনো কাপড়ের দোকানে ভিড় জমায়নি ক্রেতা,
দর্জি দাঁড়িয়ে আছে ঝুলিয়ে গলায় মাপনী ফিতা।
কুমোরপাড়ায় মৃৎশিল্পী রাত জেগে মূর্তি গড়েনা,
তুই কবে আসবি মা?
এখনো প্রতীক্ষার কয়েক পক্ষকাল বাকী,
দিনের শেষে ক্যালেন্ডারে তারিখ কেটে রাখি।
বুকের অভ্যন্তরে বিরহব্যথা কিছুতেই কমেনা,
তুই কবে আসবি মা?