আজ থেকে শুরু হয়েছে নবরাত্রি,
সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী শৈলপুত্রী।
হে রুক্ষ আর কর্কশ চেন্নাইয়ের আকাশ,
বিষণ্ণতার বাষ্পে পরিপূর্ণ তোমার বাতাস।
চিকিৎসার জন্য শরৎ ঋতুর আশ্বিন মাসে,
আমি পড়ে রয়েছি দেশ ছেড়ে প্রবাসে।
হাসপাতাল আর হোটেলে ছোটাছুটির মাঝে,
মনের কোণে যেন পুজোর ঢাক বাজে।
সারাদিন লাইনে দাঁড়িয়ে পরীক্ষা নিরীক্ষা,
কবে রিপোর্ট আসবে করছি তারই প্রতীক্ষা।
স্নান,খাওয়াদাওয়া আর ঘুমের নেই রুটিন,
এভাবেই ঘোর অনিশ্চয়তার মধ্যে কাটছে দিন।
ধীরে ধীরে যখন গোলাকার হচ্ছে চাঁদ,
হৃদয়ে বিরাজ করছে অমাবস্যার অবসাদ।
বাড়ির বাগানে হয়তো ফুটছে শিউলি ফুল,
এদিকে আমি হয়ে উঠেছি বিরহব্যথায় ব্যাকুল।
আগরতলায় হয়তো এখন পড়ছে কুয়াশা,
কবে বাড়ি ফিরবো কাটেনি ধোঁয়াশা।
দুই কানে প্রতিধ্বনিত হচ্ছে আগমনীর সুর,
নিজেকেই প্রশ্ন করি,"ত্রিপুরা কত দূর"?