তোমায় আমায় মিলে,
আমি মরছি তিলে তিলে।
তুমি যদি হও মহামায়া আদ্যাশক্তি,
আমি তাহলে ত্যাগ-ধৈর্য্য-সহ্যশক্তি।
তোমার জন্য ১০৯১ টোল ফ্রি হেল্পলাইন,
আমার বেলায় জরিমানা-পেনাল্টি-ফাইন।
তোমার দিকে তাকালেই শ্লীলতাহানি,
আমাকে তখন টানতে হয় জেলের ঘানি।
তুমি ফেল করলে বাজে বিবাহের সানাই,
আমি ফেল করলে বাড়ীতে গলাধাক্কা খাই।
আমি যতই অনুসরণ করি ঐতিহ্য হিন্দুর,
তোমার সিঁথিতে আজ বিলুপ্তপ্রায় সিন্দুর।
তুমি সারাদিন শুধু কর পরনিন্দা-পরচর্চা,
আর আমাকে চালাতে হয় সংসারের খরচা।
আমি পাঠ করি শ্রীমদ্ভাগবৎ গীতা,
আর তুমি রেওয়াজ কর কলহসংহিতা।
বিজয়া আর অম্বাবুচিতে তুমি রাঙাও গাল,
আর আমি ক্ষুধায় হাড়িতে সিদ্ধ করি চাল।
বাড়ীর বাইরে তুমি আমার অবলা,
বাড়ীর ভেতরে আমি তোমার তবলা।