তোমার আমার মাঝে রয়েছে দুর্গম পাহাড়,
তুমি এলে মনে হয় প্রতিদিন কোন তেওহার।
দুচোখের ফ্রেমে তোমার প্রতিবিম্ব ধারণ করি,
যতবার দেখি ততবারই তোমার প্রেমে পড়ি।
বাস্তবজীবনে তুমি আমায় যতই দাও ফাঁকি,
কল্পনার ক্যানভাসে তোমার রঙীন ছবি আঁকি।
তোমার আশায় প্রত্যুষে উঠে হতাশায় গোধূলিতে ঢলি,
তোমার আলোয় আলোকিত হয় অন্তরের আঁধার গলি।
রাতের আকাশে তাঁরাগুলি মিট মিট করে জ্বলে,
আমার সকাশে বোবা অনুভূতিগুলি কথা বলে।
তোমার মায়াবী ছায়ার পিছে পিছে,
হন্যে হয়ে ছুটে বেড়াই শুধুই মিছে।
আমার স্বপ্নের তাজমহল যতই ভেঙে হোক চূর্ণ,
তোমার শূণ্যতায় আজ আমি হয়েছি যে পূর্ণ।