প্রথমবার দেখে আমি চমকে উঠেছিলাম একটু,
পরে বুঝলাম তোমার পিঠের প্রজাপতি ট্যাটু।
তোমার পরনের ঐ জর্জেটের ব্যাকলেস ব্লাউজ,
জ্বালিয়ে দেবে পাড়ার ছেলেদের মগজের ফিউজ।
দেখলে তোমার মাংসল পিঠের মধ্যবর্তী খাঁজ,
কারুশিল্পী ভুলে যাবে তার হাতের কাজ।
ধূপতি হাতে নিয়ে তুমি করলে আরতি,
রাশিয়া আর ইউক্রেন ঘোষণা করবে যুদ্ধবিরতি।
তোমার পিঠের ঐ শূন্যস্থানের সংবাদ পেয়ে,
বেকার যুবকগণ আবেদনপত্র নিয়ে আসবে ধেয়ে।
তুমি কোথায় থাকো,কি তোমার নাম?
তোমার উন্মুক্ত যৌবন যেন খোলা খাম।
তোমার সুদৃঢ় আর শক্তিশালী ঐ শিরদাঁড়া,
কি দেবে আমার প্রেম নিবেদনে সাড়া?
দাম্পত্যের জতুগৃহ থেকে পালিয়ে হয়ে শরণার্থী,
হতে চাই তোমার স্বয়ম্বর সভায় পাণিপ্রার্থী।
অনেকদিন পর আজ যখন দেখলাম তোমায়,
তোমার পিঠের প্রজাপতি উড়ে গেছে কোথায়?
সিঁথিতে সিঁদুর পরে তুমি সেজেছো সতী,
তোমার পিঠের প্রজাপতি হয়েছে তোমার পতি।