ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর;
ত্রিদেবের স্থান সবার উপর।
তিনটি শব্দের একটি স্বীকারোক্তি,
হলো "আমি তোমায় ভালোবাসি"।
একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি,
সমাজে পায় না স্বীকৃতি।
ছাগলের তিন নম্বর সন্তান,
করতে পারে না দুগ্ধপান।
ইংরেজি গ্রামারের থার্ড পার্সন,
যেন থার্ড ক্লাস সিটিজেন।
বললে এক, দুই, তিন;
বুঝতে হবে অন্তিম ওয়ার্নিং।
তিন কাঠিতে মারলে বল,
ফুটবল খেলায় হয় গোল।
একটি কলি দুটি পাতা,
থেকে তৈরি হয় চা।
সকালে নিয়মিত ত্রিফলা খেয়ে,
কোষ্ঠকাঠিন্যকে রাখুন দূরে সরিয়ে।
হলে তৃতীয় পক্ষের উপস্থিতি,
সম্পাদিত হয় ত্রিপাক্ষিক চুক্তি।
তৃতীয় ব্যক্তির ঘটলে অনুপ্রবেশ,
বিবাহিত জীবন হয় শেষ।
দেওয়া হলে তিন তালাক,
নারীর জীবনে নামে অভিশাপ।