ঠোঁটের অংশ-অধর আর ওষ্ঠ,
হঠাৎ ফুলে উঠে পেলে কষ্ট।
তার মতিগতির নেই কোন ঠিক,
একদিন লাগায় এক রঙের লিপস্টিক।
যখন সে দেয় মায়াবী হাসি,
দেখা যায় মুক্তোর মত দন্তরাশি।
যখন সে সাপুরের বাঁশি বাজায়,
বিষধর সাপকেও চোখের ইশারায় নাচায়।
যখন সে বোঝার ঝাড়ফুঁক দেয়,
প্রেতাত্মা ভয় পেয়ে বিদায় নেয়।
যখন সে চায়ে চুমুক দেয়,
চায়ের কাপকে আপন করে নেয়।
যখন সে সিগারেট ধারণ করে,
ধূমপান শেষে সাদা ধোঁয়া ছাড়ে।
যখন সে কাউকে করে আলিঙ্গন,
উভয়ে উপভোগ করে গভীর চুম্বন।
শীতে যখন ফেটে যায় একদিন,
তখন প্রয়োগ করতে হয় বোরোলীন।