সঙ্গে নিয়ে নিজের স্বরচিত ছন্দের বারাত,
আমি ধরেছি কবিতার মেহেন্দি আঁকা হাত।
কবিতার মতোই যদি গল্পেরও অনুপ্রেরণা পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি পড়াশোনায়ও আনন্দ পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি কাজেও মজা পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি বন্ধুদেরও বন্ধুত্ব পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি সমাজেরও স্বীকৃতি পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি স্ত্রীরও ভালোবাসা পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি সংসারেও সুখ পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি পরকীয়ারও স্বাদ পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি মদিরারও নেশা পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি নিদ্রাদেবীরও আদর পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি জীবনেও শান্তি পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!
কবিতার মতোই যদি ঈশ্বরেরও সান্নিধ্য পেতাম,
তবে কি আমি কোনদিন কবি হতাম?!