সেও উপহার পেতে খুব ভালোবাসে,
তাকে কখনো কিছু কিনে দিয়েছো কি?
সেও সবসময় শ্বাসপ্রশ্বাস গ্রহণ করে,
তাকে প্রাণ খুলে বাঁচতে দিয়েছো কি?
সেও আনন্দোল্লাসে লাফিয়ে উঠে,
তাকে সুখে থাকতে দিয়েছো কি?
সেও মনে আঘাত পেলে কান্না করে,
তার চোখের জল মুছে দিয়েছো কি?
সেও সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখে,
তাকে শান্তিতে ঘুমাতে দিয়েছো কি?
সেও দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে,
তাকে বুকে জড়িয়ে ধরেছো কি?
সেও পরিবারের দায়িত্ব পালন করে,
তার অবদানকে স্বীকৃতি দিয়েছো কি?
সেও ভালোমন্দ খেতে পছন্দ করে,
তার প্রিয় খাবার রান্না করেছো কি?
সেও ভুল করলে অনুতপ্ত অনুভব করে,
তাকে শুধরানোর সুযোগ দিয়েছো কি?
সেও তোমাকে নিয়ে কবিতা লিখতে চায়,
তার অনুপ্রেরণা হতে পেরেছো কি?
সেও হৃদপিন্ডের অধিকারী হয়ে থাকে,
তার বুকে কান পেতে শব্দ শুনেছো কি?
সেও অনেকসময় একাকীত্ব বোধ করে,
তার সাথে দু'চারটা কথা বলেছো কি?
সেও ভালোবাসা পেলে সব ভুলে যায়,
তাকে আপন করে নিতে পেরেছো কি?
স্বামীও মানুষ হয়,তুমিও মানুষ হও;
তাকে ছ্যাঁকা দিলে তুমি ইস্ত্রি,স্ত্রী নও।