তোমার এতো সুন্দরী হওয়ার কি দরকার?
বিধাতার কাছে শুধু একটাই প্রশ্ন আমার।
তিনি কেন করলেন তোমার প্রতি পক্ষপাতিত্ব?
কাউকে তৈরি করেননি দেখতে তোমার মতো।
পৃথিবীর সব সৌন্দর্য নিষ্কাশন করে নিয়ে,
তোমাকে গড়ে তুলেছেন তিলে তিলে সাজিয়ে।
তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়ে,
চিত্রগুপ্তের কাছে এসেছি ফরম জমা দিয়ে।
তুমি চুরি করে নিয়েছো আমার হৃদয়খানা,
তাই অবিলম্বে করা হোক তোমার জরিমানা।
তোমার এতো আবেদনময়ী হওয়ার কি কারণ?
যাকে দেখলে প্রেম নিবেদন করা বারণ।
তোমার এতো সম্মোহনী হওয়ার কি প্রয়োজন?
যার জন্য আমার কবিতা লেখার আয়োজন।
তুমি কেন হতে গেলে এতো রূপসী?
যার ফলে আমি রয়েছি আজও উপোসী।
তুমি কেন হতে গেলে এতো যুবতী?
যার ফলে বেড়ে চলেছে আজ মুদ্রাস্ফীতি।
তুমি কেন দেখাতে গেলে তোমার যৌবন?
যার ফলে শেয়ার বাজারের ঘটেছে পতন।
তোমার চোখের দৃষ্টি কেন এতো ক্ষুরধার?
যা খালি করে দিচ্ছে সরকারি কোষাগার।
সরকারের কাছে আমি দাবী জানাবো অতিসত্বর,
তোমার থেকে আদায় করতে সৌন্দর্য কর।