হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জ্বালিয়ে লন্ঠন,
সবাই করতে বসে অতীতের স্মৃতি রোমন্থন।
কারণ স্মৃতিতে আপনজন মরে গিয়েও বাঁচে,
দূরে গিয়েও সবসময় থাকে খুব কাছে।
স্কুলে পড়েছিলাম 'বিস্মৃতি অভিশাপ না আশীর্বাদ',
সব মনে রাখলে হতে হবে উন্মাদ।
কিন্তু জীবের যেমন হয় একদিন বিবর্তন,
এই মতবাদেরও হয়েছে আজকাল আমূল পরিবর্তন।
চারিদিকে যখন যুদ্ধ,হিংসা আর হানাহানি;
তখন মানুষের মনে সুখের স্মৃতি কতখানি?
প্রেমের নামে যখন হয় বিশ্বাসঘাতকতার প্রহসন,
প্রেমিকাকে ভুলতে প্রেমিক করে মাদক সেবন।
সন্দেহ আর অবিশ্বাস জন্মালে সম্পর্কের মাঝে,
ভগ্নহৃদয়ে বেহালার করুণ সুরে স্মৃতি বাজে।
যে স্মৃতি নিভিয়ে দেয় সব আলো,
তাকে চিরদিনের জন্য ভুলে যাওয়াই ভালো।
যে স্মৃতি মানুষকে শুধুই দুঃখ দেয়,
তাকে জীবন থেকে মুছে ফেলাই শ্রেয়।
যে স্মৃতি মনকে সবসময় ভারাক্রান্ত করে,
কি লাভ সেই স্মৃতি আঁকড়ে ধরে?
আপনিই একমাত্র সুখী আর ভাগ্যবান লোক,
যদি আপনার হয়ে থাকে স্মৃতিভ্রংশ রোগ।
যে স্মৃতি স্মরণ করলে বাড়ে রক্তচাপ,
সেই স্মৃতি আশীর্বাদ নয়,একটা অভিশাপ।