সেদিন সাধ ছিলো,সাধ্য ছিলো না;
আজ সাধ্য আছে,সাধ হলো না।
সেদিন পড়াশুনা থেকে মুক্তির আনন্দ ছিলো,
আজ পড়াশোনা ছেড়ে কি লাভ হলো?
সেদিন কত মিষ্টি প্রেম পূর্ণতা পেতো,
আজ প্রেমহীন জীবন বড্ড বেশি তেঁতো।
সেদিন শাড়ি পরলেই দেবী মনে হতো,
আজ শাড়ি পরাটা শরীর দেখানোর ছুতো।
সেদিন আমার হলুদ শার্টে পোকা বসেছিলো,
আজ পোকারাও যেন কোথায় হারিয়ে গেলো।
সেদিন যেন নিমন্ত্রণের প্রসাদ পেটে ধরেনা,
আজ তো আর কেউ নিমন্ত্রনই করেনা।
সেদিন স্কুলে,কলেজে,ক্লাবে থাকতো উন্মাদনা;
আজ কেউ পূজার খবরই রাখে না।
সেদিন ফুল,বেলপাতা ছিল দেবীর গয়না;
আজ তো পূজাটাই ঠিকমতো হয় না।
সেদিন সাইকেল থাকলেই সার্থক স্টুডেন্ট লাইফ,
আজ থাকতেই হবে গার্লফ্রেন্ড আর বাইক।
সেদিন রাত জেগে পুঁতেছি প্যান্ডেলের খুঁটি,
আজ সরস্বতী পূজা শুধুমাত্রই সরকারী ছুটি।
সেদিন সহপাঠিনীর রূপের আগুনে হতাম দহন,
আজ সরস্বতী পূজা মানে স্মৃতি রোমন্থন।