রাত্রি যখন আসে দিনের শেষে,
বর্গীর বেশে হানা দেয় দেশে।
কখনও সে হয়ে উঠে ফুলপরী,
তার গল্প শুনে ঘুমিয়ে পড়ি।
কখনও হয়ে উঠে চলমান অশরীরী,
পায়ে নূপুর পরে চড়ে সিঁড়ি।
কখনও হয়ে উঠে ভয়ংকর মুক্তকেশী,
হাতে ধারণ করে ধারালো অসি।
কখনও হয়ে উঠে উন্মত্ত চণ্ডালিনী,
জাগিয়ে তুলে তার সুপ্ত কুণ্ডলিনী।
কখনও ধারণ করে নববধূর রূপ,
ঘোমটার আড়ালে লুকায় তার মুখ।
কখনও হয়ে উঠে মায়াবিনী জোছনা,
করে এক নৈসর্গিক পরিবেশ রচনা।
সে যদি হতো আমার ছাত্রী,
আমি তাকে বানাতাম বিবাহের পাত্রী।