অসহ্য গরমে যখন চোখেমুখে ক্লান্তির ছাপ,
ঠিক তখনই বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ।
বরুণদেবের কাছ থেকে লাভ করে বর,
সে পরিণত হয়ে উঠেছে বিশাল ঘূর্ণিঝড়।
পর্যবেক্ষণ করে তার গতিপ্রকৃতি আর ধরণ,
অবশেষে করা হয়েছে তার 'রেমাল' নামকরণ।
সারাদেশে লাগু নির্বাচনী আদর্শ আচরণ বিধি,
সে লঙ্ঘন করতে মরিয়া সব পরিধি।
সে যখন সজোরে আছড়ে পড়বে উপকূলে,
সবকিছু ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে দেবে ধুলে।
তার সঙ্গী হবে অবিরাম মুষলধারে বৃষ্টি,
বজ্রবিদ্যুতের ফ্ল্যাশ লাইটে হবে তার শুভদৃষ্টি।
যদি সে হয়ে যায় লগ্নভ্রষ্টা মেয়ে,
অঝোরে কেঁদে কেঁদে সে আসবে ধেয়ে।
খুলে ফেলে হাতের শাঁখা আর পলা,
রাতভর সে হয়তো চালাবে তার ধ্বংসলীলা।
পরিত্যাগ করে তার মায়াবী নববধূর সাজ,
শোনা যাবে তার বুকফাটা আর্তনাদের আওয়াজ।
রাত পোহালে আগামীকাল যখন হবে সকাল,
ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকবে রেমালের রুমাল।