রাত্রি,তুমিও কি আমার মতোই একা?
চলো দু'জনে লুকিয়ে লুকিয়ে করি দেখা।
তুমি যখন হও ধীরে ধীরে নিশুতি,
তোমায় দেখলে মনে হয় সদ্য প্রসূতি।
তোমাকে কাছে পেতে আমি র‍য়েছি সজাগ,
আমাকে দেখে তোমারও কি হয়েছে পূর্বরাগ?
সরিয়ে দাও তোমার ঐ মেঘের অবগুণ্ঠন,
করতে দাও আমায় তোমার যৌবন লুন্ঠন।
তোমার শরীরে গ্রহ আর নক্ষত্রের ছড়াছড়ি,
যেন কালো শাড়ির উপরে বসানো জরি।
আমার সারা মুখে শুধুই ব্রণের দাগ,
তুমি কি আমায় ভালবেসে করবে সোহাগ?
চারিদিকে ছড়িয়ে তোমার স্বামী চাঁদের জোছনা,
ভুলিয়ে দাও আমার মনের সব অনুশোচনা।
তোমার আবাসেই বাস করে দেবর ধ্রুবতারা,
লক্ষ্মণের মতো দেয় তোমায় কড়া পাহাড়া।
হঠাৎ দেখা যায় শ্বশুর বিদ্যুতের চমক,
যেন দিতে চাইছে ব্যভিচারিণী পুত্রবধূকে ধমক।
এতজনের তীক্ষ্ণ নজর এড়িয়ে বারে বারে,
কিভাবে মোরা মিলিত হবো নিষিদ্ধ অভিসারে?