পুরুষের জীবন কোন বলিউডের সিনেমা নয়,
কারণ সে শখে কাপড় খুলে না;
তাকে মাঠে কাজ করতে খুলতে হয়।
পুরুষের জীবন কোন রূপকথার কাহিনীও নয়,
কারণ সে রাজকুমারীর মতো ভাগ্যবতী না;
তাকে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসতে হয়।
পুরুষের জীবন কোন রোমান্টিক কবিতাও নয়,
কারণ সে প্রেমিকার ভালোবাসা পায় না;
তাকে ব্যর্থ প্রেমিক হয়ে থাকতে হয়।
পুরুষের জীবন কোন একাঙ্ক নাটকও নয়,
কারণ সে মিথ্যা অভিনয় জানে না;
তাকে ট্র্যাজিক হিরো হয়ে মরতে হয়।
পুরুষের জীবন কোন মহিলা কামরাও নয়,
কারণ সে স্বেচ্ছায় সেখানে উঠে না;
তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
পুরুষের জীবন কোন ভাতকাপড়ের প্রতিশ্রুতিও নয়,
কারণ সে একা সংসার করে না;
তাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়।
পুরুষের জীবন কোন বাজারের ফর্দও নয়,
কারণ সে খালি হাতে ফিরে না;
তাকে তবুও অনেক কথা শুনতে হয়।
পুরুষের জীবন কোন এটিএম মেশিনও নয়,
কারণ সে সবসময় টাকা দেয় না;
তাকে কেনাকাটার বিল ধরিয়ে দেওয়া হয়।
পুরুষের জীবন কোন বিবাহবিচ্ছেদের আদেশও নয়,
কারণ সে সন্তানকে হারাতে চায় না;
তাকে ভরণপোষণের ভার বহন করতে হয়।