এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী বাঁধ,
যার নাম হচ্ছে পুরুষ মানুষের কাঁধ।
যে কাঁধে সে বোনের দায়িত্ব নেয়,
ভালো পারিবার দেখে তার বিয়ে দেয়।
যে কাঁধে অর্ধাঙ্গিনী রাখে ভরসার হাত,
যখন তার বাহনে বসে করে যাতায়াত।
যে কাঁধে সে সন্তানকে নিয়ে বেড়ায়,
ব্যাগ নিয়ে স্কুল বাসের জন্য দাঁড়ায়।
যে কাঁধে বৃদ্ধ পিতামাতা নিশ্চিন্তে চড়ে,
সে শ্রবণ কুমারের ভূমিকা পালন করে।
যে কাঁধে সে পালকি নিয়ে যেতো,
আগের দিনে নববধূকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতো।
যে কাঁধে কোদাল নিয়ে ক্ষেতে যায়,
কঠোর পরিশ্রম করে সে ফসল ফলায়।
যে কাঁধে করে বাঁশ নিয়ে যায়,
সারাদিন রোদে পুড়ে সে বেড়া বানায়।
যে কাঁধে বন্দুক নিয়ে দেয় পাহারা,
সৈনিকরূপে থাকে তার চোখ কান খাড়া।
যে কাঁধে প্রিয়জনের মৃতদেহ বহন করে,
দু'চোখ দিয়ে তার অঝোরে অশ্রু ঝরে।