আজকাল একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়,
সবাই জানতে চায় পুরুষ কিসে আটকায়?
অফিস থেকে ফিরতে বাসে কিংবা ট্রামে,
সে আটকায় শহরের প্রচন্ড ট্রাফিক জ্যামে।
বাড়ি পৌঁছে কলিং বেলের ঘন্টা বাজাতে,
সে আটকায় স্ত্রীকে দেরীর কারণ দর্শাতে।
ঘরে ঢুকতেই মা-বাবা বলে ঔষধ আনতে,
সে আটকায় পুত্রের ধর্ম পালন করতে।
ছেলেমেয়ে যখন বলে টিউশনে নিয়ে যেতে,
সে আটকায় পিতার দায়িত্বভার বহন করতে।
ছেলেমেয়েকে টিউশনে দিয়ে বাজার করতে গেলে,
সে আটকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যে।
খালি ব্যাগ নিয়ে আসলে ব্যর্থ মনোরথে,
সে আটকায় রান্নাঘরে গৃহিণীর চোখ রাঙানিতে।
ক্ষুধা লাগলে ডাইনিং টেবিলে বসলে খেতে,
সে আটকায় ভাত তরকারি বেড়ে নিতে।
রাত হলে যখন বিছানায় যায় ঘুমাতে,
সে আটকায় খাটের কোণে মশারি টাঙাতে।
এভাবে প্রতি পদে পদে আটকাতে আটকাতে,
সে পিছিয়ে পড়ে জীবনে বাঁচার প্রতিযোগিতাতে।