পুজো মানে শুধুই স্কুল-কলেজ বন্ধ নয়,
পুজো মানে হরেক রকমের গন্ধও হয়।
সন্ধ্যাবেলা বাগানে যখন ফুটে শিউলি ফুল,
মায়াবী গন্ধে ভেসে যায় হৃদয়ের দু'কূল।
মূর্তিপাড়ায় প্রতিমায় রঙ স্প্রে করার গন্ধ,
মৃৎশিল্পীর কাছে লাগে না কখনো মন্দ।
অনলাইনে অর্ডার করা নতুন ড্রেসের গন্ধে,
মনটা ভরে উঠে এক অনাবিল আনন্দে।
পুজোর প্যান্ডেলে প্রেমিকার পারফিউমের উগ্র গন্ধে,
মুখটা মুখরিত হয় প্রেমের কবিতার ছন্দে।
ফাস্ট ফুডের দোকানের লোভনীয় গন্ধের খাবার,
ইচ্ছে হয় পরখ করে দেখতে একবার।
সপ্তমীর সকালে রসালো ফলের সুমিষ্ট সুবাস,
প্রসাদে ছড়ায় আস্থা,ভক্তি আর বিশ্বাস।
অষ্টমীর দুপুরে আতপ চালের অন্নভোগের ঘ্রাণ,
যার সামনে পঞ্চব্যঞ্জনও হয়ে যায় ম্লান।
নবমীর বিকেলে মুগ ডালের খিচুড়ির সৌরভ,
মানুষের অভাব অভিযোগ ভুলিয়ে দেয় সব।
দশমীর দিন ফাটানো বাজির বারুদের গন্ধ,
নাক দিয়ে ভেতরে গেলে হয় দমবন্ধ।