এদিক ওদিক হয়ে কাত,
কিছুতেই কাটছে না রাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
সকল প্রতিকূলতাকে করে কুপোকাত,
প্রথমবারেই করতে হবে বাজিমাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
তরবারি দিয়ে কেটে হাত,
ঘটাতে হবে বিশ্বাসঘাতকের রক্তপাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
শত্রুর সঙ্গে হলে সাক্ষাৎ,
চেনাতে হবে নিজের জাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
আকাশে বিনা মেঘে বজ্রপাত,
চালাচ্ছে তার শাণিত করাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
অট্টহাসি হেসে দেখিয়ে দাঁত,
চক্রান্তকারীদের করতে হবে ধুলিস্যাৎ;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
বুকের ভেতরের আগ্নেয়গিরিটা হঠাৎ,
যখন করে ওঠে অগ্ন্যুৎপাত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।
যখন ধ্বংসের মুখে কায়নাত,
পড়তে হবে সুরার আয়াত;
প্রত্যাঘাত,প্রত্যাঘাত,প্রত্যাঘাত।