তুই প্রজাপতি প্রজাপতি হয়েই থাকতিস,
কেন বিবাহের দূত হতে গিয়েছিস?!
তোকে মাঙ্গলিক ভাবাটা একটা ভুল,  
তুই ফোটাস সর্বনাশা বিবাহের ফুল।  
মেলে তোর আকর্ষণীয় রঙিন ডানা,  
কেন বয়ে আনিস পরাধীনতার পরোয়ানা?!    
যেখানে সাত বছরের গ্যারান্টি নাই,
কেন বাজানো হয় অভিশপপ্ত সানাই?!  
দু’জনের মনে যখন দু’রকমের অংক,
কি দরকার সাত জন্মের সম্পর্ক?!
গলায় পরিয়ে জবা ফুলের বরমালা,
আসে হাড়িকাঠে বলি দেওয়ার পালা।
মিলেনা যখন দু’জন ব্যক্তির রসায়ন,
সাত পাক ঘোরার কি প্রয়োজন?!  
আজকাল বিবাহ হচ্ছে একটা বোঝাপড়া,
আড়ালে চলছে পরকীয়া প্রেমের মহড়া।  
দু’জনের যখন ভিন্ন ভিন্ন মতবাদ,
কেন দুটি জীবন হবে বরবাদ?!      
বিবাহ যদি হয় বাধ্যতামূলক ঘটনা,
তুই নিজে কেন বিবাহ করিসনা?!  
কারণ তুই যদি বিবাহ করতি,
প্রজাপতি থেকে প্রজা পতি হতি।
মানুষকে বোকা বানিয়ে করে দুঃখী,  
তুই কি হতে পেরেছিস সুখী?!