বুঝতে পেরেছি পৃথিবীর বয়স হচ্ছে,
তাই তোমাকে এখন বয়স্কা দেখাচ্ছে।
তোমার নেই সেই আগের আবেদন,
যা দেখে করেছিলাম প্রেম নিবেদন।
পার করে জীবনের চল্লিশখানা বসন্ত,
তোমাকে দেখাচ্ছে অবসন্ন আর ক্লান্ত।
যৌবনের আগুন ঝরানো তোমার শরীর,
স্থূলতার ভারে হয়ে উঠেছে অধীর।
আগের সঙ্গে তোমার নেই মিল,
কারণ তুমি হয়ে গেছো শিথিল।  
কোথায় গেলো তোমার চুলের ঘনঘটা?!
যার ঝাপটায় রঙীন লাগতো পৃথিবীটা।
হারিয়ে গেছে তোমার মুখমণ্ডলের চাকচিক্য,
প্রকাশ পাচ্ছে কপালে বলিরেখার আধিক্য।
যে চোখে তুমি দেখাতে কারিশ্মা,
তাতে পরিধান করেছো আজ চশমা।
তোমার যে গাল ছিলো মসৃণ,
আজ তা হয়ে গেছে জৌলুসহীন।
তোমার যে ঠোঁট করতো অস্থির,
আজ তা হয়েছে ফেটে চৌচির।
তোমার ঐ মুক্তার মতো দাঁত,
তুমি পান খেয়ে করেছো বরবাদ।
তোমার ঐ কোকিলকন্ঠী গলার সুর,
আগের মতো নয় আজ মধুর।
তোমার ঐ বিশাল স্তনযুগলের খাঁজ,
ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আজ।