অবশেষে বাতিল ৩৭০ ধারা এবং ৩৫এ অনুচ্ছেদ,
তবে কি হবে এবার দূর আমাদের সুদীর্ঘ বিচ্ছেদ?
যে সম্পর্কের গলি হয়ে গিয়েছিল সন্দেহে শুনশান,
তবে কি হবে আবার ভালোবাসার আলোয় রওশন?
বাসনার বিছানায় একই কম্বলের নীচে হাউসবোটে,
প্রেম বিনিময় হবে কি তোমার আমার গরম ঠোঁটে?
আখরোট-কাঠবাদাম-কিসমিস-আপেলের বাগিচায়,
তুমি কি ধরা দেবে আমার তৃষ্ণার্ত দেহের গালিচায়?
চিনার,পাইন,ফার অথবা দেবদারু গাছের নীচে,
তুমি কি সেলফি তুলবে দাঁড়িয়ে আমার পিছে?
শীতের নিশুতি রাতে গুলমার্গের ভারি তুষারপাতে,
তুমি কি বরফ নিয়ে ছুঁড়াছুঁড়ি করবে আমার সাথে?
আমরনাথ যাত্রা পথে বেস ক্যাম্পে পুণ্যার্থীর ভিড়ে,
তুমি কি আমায় লুকিয়ে লুকিয়ে দেখবে পেছন ফিরে?
জম্মুর কাটরায় মাতারানী বৈষ্ণোদেবীর পবিত্র গুহায়,
তুমি কি আমার সঙ্গে হাঁটবে লাঠি নিয়ে খালি পায়ে?
হজরতবল মসজিদের বাইরে ঈদের নামাজ শেষে,
তুমি কি আমার সেমাই কিনবে ক্রেতার ছদ্মবেশে?
লাদাখের নুব্রা ভ্যালি অথবা পেঙগঙ হ্রদের পাড়ে,
তুমি কি বৌদ্ধ বালিকারূপে আসবে আমার ধারে?
পেলে তোমার হাতের কোমল স্পর্শ,আদর ও সোহাগ;
নিজেকে উজাড় করে সঞ্চারণ করবো প্রেমের পরাগ।