জীবনে প্রেম আসে অচেনা চোখে চোখ রেখে,
আবার চলে যায় লজ্জায় রুমাল দিয়ে মুখ ঢেকে।
জীবনে প্রেম আসে ক্লাস নাইনের ফুলপ্যান্ট-শাড়িতে,
আবার চলে যায় ছুটির পরে ঘরে ফেরার তাড়াতাড়িতে।
জীবনে প্রেম আসে লেইজার পিরিয়ডের স্বল্প অবকাশে,
আবার চলে যায় পরীক্ষার মরশুমের দুশ্চিন্তার দীর্ঘশ্বাসে।
জীবনে প্রেম আসে প্রাইভেট টিউটরের কোচিং ক্লাসে,
আবার চলে যায় ভিড়ে ঠাসা কম ভাড়ার সরকারী বাসে।
জীবনে প্রেম আসে বনভোজনের লোকেশানে,
আবার চলে যায় সামার আর পূজো ভ্যাকেশানে।
জীবনে প্রেম আসে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেলে,
আবার চলে যায় স্কুল শেষে বিচ্ছেদের ফেয়ারঅয়েলে।
জীবনে প্রেম আসে কলেজের নবীনবরণ মঞ্চের আসনে,
আবার চলে যায় যৌবনের আত্মনিয়ন্ত্রণের অনুশাসনে।
জীবনে প্রেম আসে সিনেমাহলের পেছনের সারিতে,
আবার চলে যায় বাড়ির বিধিনিষেধের বাড়াবাড়িতে।
জীবনে প্রেম আসে বাইক আর রিক্সার দুজনের সিটে,
আবার চলে যায় দায়িত্ব-কর্তব্যের বোঝা চাপিয়ে পিঠে।
জীবনে প্রেম আসে ক্যাফেটেরিয়ার বাহারি নকশার কাপে,
আবার চলে যায় ঠোঁটে ছ্যাঁকা দিয়ে গরম চায়ের তাপে।
জীবনে প্রেম আসে দরজায় খিলি লাগিয়ে বাসর রাতে,
আবার চলে যায় জানালার কপাট খুলে পরের প্রভাতে।
যুগ যুগ ধরে বুকের গহ্বরে লুকোনো গোপন ব্যথা,
এটাই যে প্রেমের ইতিকথা।