একে অপরকে দেখলে যখন ভাবে আহাম্মক,
প্রেম তখন ফুচকার তেঁতুল-জলের মত টক।
নিজের অজান্তে যখন এক হয় উভয়ের দৃষ্টি,
প্রেম তখন হয়ে উঠে চিনির শিরার মত মিষ্টি।
কে আগে কথা বলবে তা নিয়ে যখন ইতস্ততা,
প্রেম তখন একেবারে নিমকির মতই নোনতা।
প্রেমিকের দেরীতে যখন প্রেমিকা রেগে লাল,
প্রেম তখন শুকনো লংকা গুড়োর মতই ঝাল।
যখন একদিন কাটতে হয় গৃহপ্রবেশের ফিতা,
প্রেম তখন ভিজা চিরতার জলের মত তিতা।
কলহের কোলাহলে যখন দূর-অস্ত মীমাংসা,
প্রেম তখন খালি পান্তাভাতের মতই পানসা।
প্রেম হ্রদয়ের অভ্যন্তরে অনুভব করার বিষয়,
শুধু কন্ডোমের চকোলেট-স্ট্রবেরি ফ্লেভার নয়।