তুমি পূর্বরাগের আবিষ্কৃত সৌন্দর্যের খনি,
তুমি পিপাসার্ত প্রেমিকের জন্য সঞ্জীবনী।
তুমি যৌবনের মহাকাব্যের এক উপাখ্যান,
তুমি দাম্পত্যের পাঠ্যক্রমে পাওনা স্থান।
তুমি অবিবাহিত পুরুষের না বলা কথা,
তুমি বিবাহিত পুরুষের বুকের ব্যথা।
তোমার উষ্ণতার স্পর্শ শুধু তারাই পায়,
যারা মিথ্যা অভিনয় করে মানুষ ঠকায়।
তোমার পাতা ফাঁঁদে পড়ে কত বেকসুর,
গঞ্জিকা সেবন করে তুলে মদিরার ঢেকুর।
উদারতা এবং সহিষ্ণুতা আমার স্বভাব,
তাই আমার ভালোবাসার বড্ড অভাব।
প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছি বুক চিতিয়ে,
চা-পাতার মত ছাঁকনিতে পড়েছি থিতিয়ে।
তোমার যাওয়া আসায় যে পথ তৈরী হয়েছে,
লকডাউনের ফলে আজ তাতে ঘাস উঠেছে।
করোনার সতর্কবাণী শুনি যতবার করি ফোন,
পেরোতে পারছি না তাই তোমার মাইলস্টোন।
তুমি আমায় দেখে যদি হাসতে একটুখানিক,
আলোয় ভরে যেতো হ্রদয়ের আন্ধারমানিক।
ক্যালেন্ডারের বারোমাসের তেরো পরবে,
প্রেম একবারও আসেনি নীরবে।