আমার জীবনেও হয়তো প্রেম এসেছিলো,
কিন্তু বাড়ির ঠিকানাটা ভুল ছিলো;
তাই আবার ফেরত চলে গিয়েছিলো।
পড়তাম যখন স্কুলে নীচের ক্লাসে,
ভ্যান গাড়িতে সে বসতো পাশে।
দু'জনের মুখেই কোন কথা নাই,
প্রেম আর করলাম কইরে ভাই।
উঠলাম যখন আমি ক্লাস নাইনে,
ফুল প্যান্ট পড়ে দাঁড়ালাম লাইনে।
তখন সে আর সিঙ্গেল নাই,
প্রেম আর করলাম কইরে ভাই।
কলেজে যেদিন প্রথমবার পা রাখলাম,
কত রঙ বেরঙের প্রজাপতি দেখলাম।
ধরতে গিয়ে খেলাম ভীমরুলের ঘাই,
প্রেম আর করলাম কইরে ভাই।
ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম,
একদিন চাকরির অফার হাতে পেলাম।
সেদিন পড়াশোনাকে দিলাম টাটা গুডবাই,
প্রেম আর করলাম কইরে ভাই।
অফিসে কয়েকটি বছর স্বর্গসুখে কাটিয়ে,
গলায় মালা পরে করলাম বিয়ে।
অবশেষে আমার নরকে হলো ঠাঁই,
প্রেম আর করলাম কইরে ভাই।