শীত এলেই তোমার কথা হয় খেয়াল,
বারো বোনের এক বোন-পৌষালী পাল।
আমার ফেটে চৌচির ঠোঁট আর গাল,
তুমি কুয়াশা মেখে দিও পৌষালী পাল।
তুমি নামিয়ে ধরে জলপাই গাছের ডাল,
আমায় জলপাই খেতে দিও পৌষালী পাল।
খেজুরের রস পান করে হলে মাতাল,
তুমি আমায় সামলে নিও পৌষালী পাল।
বাড়ির উঠানে নলেন গুড় দিয়ে জ্বাল,
প্রথমে আমায় চাখতে দিও পৌষালী পাল।
সংক্রান্তির তীর্থমুখ মেলার ভিড়ে হয়ে নাজেহাল,
আমার হাতে হাত রেখো পৌষালী পাল।
আমি ঢেকিতে গুঁড়ো করে দিলে চাল,
তুমি চালুনিতে চেলে নিও পৌষালী পাল।
গরম তেলে মালপোয়া যখন হবে লাল,
আমার হাতে তুলে দিও পৌষালী পাল।
লুটের বাতাসা কুড়াতে ঠুকলে আমার কপাল,
আমায় জল ডলে দিও পৌষালী পাল।
হাঁসের মাংস রান্না করে দিয়ে ঝাল,
আমায় ভাত বেড়ে দিও পৌষালী পাল।
রাতে আমায় পরিয়ে দিয়ে কাশ্মীরি শাল,
আদর করে জড়িয়ে ধরো পৌষালী পাল।
দেরী না করে টিকিট কেটে তৎকাল,
আমার কাছে চলে এসো পৌষালী পাল।