যখন অগ্রহায়ণ বিদায় নেবে,
পৌষকে সিংহাসন ছেড়ে দেবে।
পৌষ মাসের একটাই দোষ,
সে করে না আপোষ।
তার কনকনে ঠান্ডা হাওয়া,
অবাধে করে আসা যাওয়া।
সে দেখেনা কে দরিদ্র,
কার কাঁথায় কত ছিদ্র।
যতই থাকুক গায়ে আবরণ,
সে জাগায় শীতের শিহরণ।
তখন একটু উষ্ণতার সন্ধানে,
হিংস্র পশুও পোষ মানে।
মাইকের গলায়ও ধরে কম্পন,
যখন বাজে হরিনাম সংকীর্তন।
গ্রামে বুড়ির ঘর বানিয়ে,
সবাই আগুন পোহায় জ্বালিয়ে।
লালি আর নলেন গুড়,
পিঠা দিয়ে লাগে মধুর।
একদিকে ঘুড়ি ওড়ানোর আয়োজন,
অন্যদিকে পালিত হয় বনভোজন।